logo
আপডেট : 15 September, 2018 19:58
ইসরাইলি বাহিনীর গুলিতে শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত
মেইল রিপোর্ট

ইসরাইলি বাহিনীর গুলিতে শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত

গাজা ইসরাইলি বাহিনীর গুলিতে শিশুসহ তিন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 

শুক্রবার নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করার সময় দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে তারা নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার জাবালিয়া শহরে ১২ বছর বয়সী শিশু শাদি আব্দুল আজিজ মাহমুদ আব্দুলাল নিহত হয়। তার মাথায় গুলি করা হয়েছে। খবর আলজাজিরার।

আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে বিক্ষোভ করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ বছর বয়সী মোহাম্মাদ শাকুরা। এছাড়া রাফায় প্রাণ হারান ২১ বছর বয়সী হানি রামজি আফানা।

এছাড়া বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ফিরে পেতে নতুন করে আন্দোলন গড়ে তুলেছে। প্রতি শুক্রবার বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। ৩০ মার্চ থেকে এ পর্যন্ত ১৭৫ জন ফিলিস্তিনি বিক্ষোভের সময় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ হাজার ফিলিস্তিনি।