আপডেট : 18 September, 2018 01:24
পাক-ভারত সীমান্তে লেজার স্মার্ট ফেন্স
মেইল রিপোর্ট
ভারতীয় সেনাবাহিনীর টহল
পাকিস্তান থেকে ভারতের জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে লেজার নিয়ন্ত্রিত স্মার্ট ফেন্স নির্মাণ শুরু করছে ভারত।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্মার্ট ফেন্স নির্মাণ উদ্বোধন করেন।পাক-ভারত সীমান্তের পালৌরা এলাকা থেকে এই নির্মাণকাজ শুরু হচ্ছে।
নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের দুই জায়গায় স্মার্ট ফেন্স নির্মাণ করা হবে।
লেজার নিয়ন্ত্রিত এ স্মার্ট ফেন্স ২৪ ঘণ্টা সীমান্ত নিরাপদ রাখবে। এর সঙ্গে আরও কিছু প্রযুক্তি যোগ করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।