logo
আপডেট : 20 September, 2018 03:01
বৈরুতে ইরানি দূতাবাসে হামলাকারী ফিলিস্তিনে আটক
মেইল রিপোর্ট

বৈরুতে ইরানি দূতাবাসে হামলাকারী ফিলিস্তিনে আটক

২০১৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে ইরানের দূতাবাসে হামলার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী।

আটক ব্যক্তির নাম বাহা হোজির। সে উগ্রপন্থী সালাফি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে সংবাদমাধ্যম জানায়।

উগ্র চরমপন্থী গোষ্ঠী ‘আবদুল্লাহ আযম ব্রিগেডের সদস্য বাহার সঙ্গে হামলায় জড়িত দুই আত্মঘাতী ও হামলার পরিকল্পনাকারীদের যোগাযোগ ছিল।

২০১৩ সালের ১৯ নভেম্বর দুটি আত্মঘাতী হামলায় ইরানি দূতাবাসের ২৩ জন মারা যান। এর মধ্যে ইরানি কালাচারাল অ্যাটাশে ইব্রাহিম আনসারিও ছিলেন।

আল-কায়েদার একটি অংশ হচ্ছে আবদুল্লাহ আযম ব্রিগেড। এটি একটি সালাফি গোষ্ঠী। ওই সময় হামলার পর এ গোষ্ঠী দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

বিবৃতিতে আযম ব্রিগেড বলেছিল, সিরিয়া যুদ্ধে ইরান ও হিজবুল্লাহর জড়িত হওয়ার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।

তবে পর্যবেক্ষকরা মনে করছেন, হামলার মূল উদ্দেশ্য ছিল লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গাজানফার রোকনাবাদিকে হত্যা করা।

তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত লেবাননে ইরানি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে পবিত্র হজের সময় মিনা ট্রাজেডিতে তিনি শহীদ হন।