স্টাফ রিপোর্টার, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী সদস্য কবি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) ও ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। পৃথক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও উদ্বেগ জাননো হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু ও সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা এক বিবৃতিতে পান্নার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান। সেইসঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওন্নাতায় আনার আহবান জানান। পান্না নারী সাংবাদিক কেন্দ্রের একজন সক্রিয় সদস্য।
এদিকে একই ঘটনায় নিন্দা জানিয়েছেন আইন মানবাধিকার বিষয়ক রিপোর্টারদের সংসঠন ল’ রিপোর্টাস ফোরাম। ফোরামের সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক হাসান জাবেদ এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান। তারা পান্নার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জান্নাতুল ফেরদৌস পান্না ছাড়াও এ হামলার শিকার হন, পাকুন্দিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা আক্তার ও সহসম্পাদক দিলরুবা আক্তার। তাদেরকে পাকুন্দিয়া সদও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়। তবে পান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাকুন্দিয়া সদও হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল হাসপাতালে স্থনান্তর করেন।
গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন হোসেন্দি ইউনিয়ন এলাকায় জান্নাতুল ফেরদৌস পান্নার উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়। হোসেন্দি বালিকা উ”চ বিদ্যালয় প্রাঙ্গণে হোসেন্দি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে পথিমধ্যে এ হামলার শিকার হন পান্না। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। জানা যায়, স্থনীয় এম পি এডভোকেট সোহরাব উদ্দিন ও চেয়ারম্যান মুজিবুর রহমান হামদু’র নির্দেশে পাকুন্দিয়া যুব মহিলা লীগের সভাপতি সাথি আক্তার, সাধারণ সম্পাদক ললিতা আক্তার ও ফরিদা আক্তারের নেতৃত্বে সন্ত্রাসীরা পাকুন্দিয়া থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নার উপর হামলা চালিয়েছে।
সাংবাদিক পান্না জানান, মামলার প্রস্তুতি চলছে। তবে প্রশাসন এখন পর্যন্ত কোন ভুমিকা রাখেনি। তিনি আরো জানান, সন্ত্রাসীরা আমার এমআই ব্রান্ডের একটি দামী মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি।