১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত হলিউডে ‘সুপারম্যান’ সিরিজের অন্তত ১১টি ছবি নির্মিত হয়েছে। পৃথিবীজুড়ে রয়েছে সুপারম্যান চরিত্রের জনপ্রিয়তা। সিরিজের সর্বশেষ ছবি ‘জাস্টিস লীগ’ মুক্তি পায় ২০১৭ সালে।
এ ছবিতে সুপারম্যানের চরিত্রে ব্রিটিশ অভিনেতা হেনরি কেভিলকে দেখা যায়। কেভিলকে নীল রংয়ের পোশাক আর লাল স্কার্ফ নিয়ে উড়তে দেখার চিত্র দর্শককে বেশ আনন্দ দিয়েছিল।
এর আগের ‘ম্যান অব স্টিল’ ও ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ছবি দুটিতেও জনপ্রিয় এ অভিনেতাকে দেখা গেছে। দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত হয়েছিল ছবির সুপারম্যান চরিত্রটি। এরপর থেকে সুপারম্যান বলতে দর্শক হেনরি কেভিলকেই জানেন।
কিন্তু এ সিরিজটি কিংবা চরিত্রটি আর দেখা না যাওয়ার কথাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস। জানা গেছে, এ সিরিজের ‘শেজাম’ ছবিতে কাজ করার প্রস্তাব দেয়া হয় কেভিলকে। তিনি ব্যস্ততা দেখিয়ে ছবিটিতে কাজ করতে অসম্মতি জানান।
কেভিলকে ভেবেই ছবিটির পরিকল্পনা সাজিয়েছেন পরিচালক। কিন্তু কেভিলের অসম্মতির কারণে প্রযোজনা প্রতিষ্ঠান বেশ অসুবিধায় পড়ে। তাই এ সিরিজটি আর নির্মিত হচ্ছে না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
শুধু তাই নয়, ভবিষ্যতে যদি সিরিজটি নির্মাণ করার প্রয়োজনও পড়ে, তবুও কোনো ছবিতেই আর কেভিলকে নেয়া হবে না।
সুপারম্যান না বানালেও সম্পূর্ণ নতুন একটি সিরিজ ‘সুপারগার্ল’ নিয়ে ছবি করার পরিকল্পনা করছে তারা। ১৩ থেকে ১৯ বছরের তরুণীদের নিয়ে নির্মিত হবে ‘সুপারগার্ল’ ভিত্তিক ছবি। তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও নিশ্চিত করেনি প্রযোজনা সংস্থা।