logo
আপডেট : 26 September, 2018 01:46
আকাশপথের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ঢাকা অফিস

আকাশপথের নিরাপত্তায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আকাশপথে বাংলাদেশ বিমান (ফাইল ছবি)

আকাশপথের নিরাপত্তায় প্রতিবেশী দেশ ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বব্যাপী ইউনিভার্সেল ওভারসাইট সেফটি অডিট প্রোগ্রাম ২০১৭ এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)।

আইসএও-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, আটটি পরিমিতির পাঁচটিতেই কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে বৈশ্বিক গড় স্কোর পেতে ব্যর্থ হয়েছে ভারত। যে আটটি বিষয়ের ওপর বিমান নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয় তা হলো- লাইসেন্স, অপারেশন, ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান, বিমান পরিচালনার যোগ্যতা, বিমান পরিভ্রমণ সেবা,  বিমানবন্দর ও দুর্ঘটনার তদন্ত।

এ বিষয়গুলো কতটা নিরাপদ এবং বিমান পরিচালনার ক্ষেত্রে এই বিষয়গুলো কার্যকর কিনা সে বিষয়ের ওপর ভিত্তি করেই ওই নিরীক্ষা পরিচালনা করা হয়। আইসিএওর মানদণ্ডে ওই আটটি গুরুত্বপূর্ণ মাপকাঠির কার্যকর বাস্তবায়নে ভারতের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এছাড়া আরেক প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া সবগুলো ক্ষেত্রেই ভারতের চেয়ে ভালো অবস্থান অর্জন করেছে। অপরদিকে পাঁচটি প্যারামিটারে ভারতকে পেছনে ফেলে এগিয়ে আছে মালয়েশিয়া।