মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সম্ভাব্য গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনার প্রমাণগুলো একত্রিত করতে একটি কমিটি গঠনের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।
ওই কমিটি এই প্রমাণগুলো সংগ্রহের পর ভবিষ্যতে বিচারের জন্য ফাইলবদ্ধ করবে বলেও বৃহস্পতিবার জানিয়েছে কাউন্সিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৩৫ সদস্য। আর ভোটদানে বিরত ছিল সাত সদস্য। ইউরোপীয় ইউনিয়ন ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) আনা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন, ফিলিপিন্স ও বুরুন্ডি।
প্রসঙ্গত, আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) করতে পারে কিনা তা জানতে চেয়ে আইনজীবী ফাতো বেনসুদা একটি আবেদন করেছিলেন।
এর প্রেক্ষিতে চলতি মাসের প্রথম দিকে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারের তিন বিচারকের প্যানেল বলেছে, মিয়ানমার আইসিসির সদস্য না হলেও রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের কারণে ঘটনার একটি অংশ বাংলাদেশে সংগঠিত হয়েছে।
ফলে, আইসিসি মনে করছে রোম সনদ অনুযায়ী ঘটনার তদন্ত করার ক্ষমতা এই আদালতের রয়েছে।