logo
আপডেট : 28 September, 2018 02:49
ওমানে ধোঁয়ায় শ্বাসরোধে আট সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু
মেইল রিপোর্ট

ওমানে ধোঁয়ায় শ্বাসরোধে আট সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

ওমানের আল বাতিনাহ অঞ্চলে একটি বাসায় লাগা আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আট সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর ২০১৮) ভোরে আল বাতিনাহ’র সাহাম শহরের খোর আল হামাম গ্রামে এই ঘটনা ঘটে।

দেশটির ‘পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের(পিএসিডিএ) বরাত দিয়ে একথা জানিয়েছে ‘টাইমস অব ওমান’।

পিএসিডিএ এক টুইট বার্তায় জানায়, এদিন সকালে খোর আল হামামের একটি বাসায় লাগা আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যুর বিষয়টি জানতে পারে উত্তর বাতিনাহ’র দমকল বাহিনী।

সাহাম হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতদের বয়স এক থেকে ৪৯ বছরের মধ্যে। এর মধ্যে বাবার বয়স ৪৯ এবং মায়ের বয়স ৪০ বছর। সন্তানদের বয়স যথাক্রমে ১, ২, ৫, ৮, ১২, ১৩, ১৫ ও ১৮ বছর।

টুইটে আরও জানানো হয়, এদিন ভোর পাঁচটায় তাদেরকে মৃতাবস্থায় এখানে নিয়ে আসা হয়। শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়। কারণ তাদের শরীরের কোথাও আগুনে দগ্ধ হওয়ার চিহ্ন নেই।

অঞ্চলটির নিরাপত্তা প্রধান শেখ আওয়াধ আল মানধারি এই ঘটনাকে ‘একটি দুঃখজনক দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এটি সত্যিই হৃদয়বিদারক ঘটনা। আমি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। আমার মনে হয়েছে একটি ঘরে লাগা আগুনের ধোঁয়া অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এই ঘটনা ঘটেছে।

বাসায় আগুন লাগার কারণ অনুসন্ধানে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।