জরুরি ভিত্তিতে জাতিসংঘ সংস্কারের দাবি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সংস্কারের অভাবে জাতিসংঘ তার মর্যাদা হারিয়ে ফেলছে। তাই দ্রুত এই সংস্থাটির সংস্কার দরকার।
শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এসব কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি এবং সীমান্তে সন্ত্রাসবাদের স্থায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি তুলেন।
সুষমা স্বরাজ বলেন, আজ জাতিসংঘের মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা আমাদের স্বীকার করতেই হবে। আর এটি কোনো কসমেটিক নয়। তাই সমসাময়িক বাস্তবতার আলোকে সম্পূর্ণ উপযুক্ত করেই এর সংস্কার করতে হবে। এবং এটা শুরু করতে হবে আজই, আগামীকাল করলে অনেক দেরি হয়ে যাবে।
এখনই যদি কোনো পদক্ষেপ না নেয়া হয়, তাহলে জোটবদ্ধতা ধসে পড়বে বলেও মন্তব্য করেন এই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।