আপডেট : 1 October, 2018 01:37
জার্মানির সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন করলেন এরদোগান
মেইল রিপোর্ট
জার্মানির সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন করছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান
জার্মানি সফরে গিয়ে সেখানকার বৃহত্তম মসজিদ উদ্বোধন করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
দেশটির পশ্চিমাঞ্চলীয় কোলনে শহরের এ মসজিদটি জার্মানির সবচেয়ে বড় মসজিদ।
কঠোর নিরাপত্তা মধ্যে শনিবার কোলনে শহরে মসজিদটি উদ্বোধন করেন এরদোগান। ৩ দিনের জার্মান সফরের তৃতীয় দিনে তিনি মসজিদটি উদ্বোধন করেন।
এদিকে তুর্কি প্রেসিডেন্টের আগমন উপলক্ষ্যে কোলনে শহরে এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ।
একই সময় তুর্কী প্রেসিডেন্টের সমর্থনেও হাজার হাজার তুর্কী অভিবাসী রাজপথে অবস্থান নেন।