আন্তঃকোরীয় সামরিক চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে স্থলবোমা অপসারণের কাজ শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
দুই কোরিয়ার সৈন্যরা অসামরিক অঞ্চল(ডিএমজেট) এর যৌথ নিরাপত্তা এলাকা(জেএসএ) থেকে স্থলবোমা অপসরণের কাজ শুরু করেছে।
সামরিক চুক্তির আওতায় দু’পক্ষ জেএসএ-কে নিরস্ত্রীকরণ করতে সম্মত হয়েছে। সেপ্টেম্বর মাসে পিয়ংইয়ংয়ে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরীয় শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সময় এ চুক্তি হয়।
২০ দিন ধরে এই স্থলবোমা অপসরণ কর্মসূচি চলবে।
জেএসএ-কে নিরস্ত্রীকরণ করার পর সৈন্যরা সেখানে কিভাবে তাদের দায়িত্ব পালন করবে সে বিষয় দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড আলোচনা শুরু করবে। দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড এই অপসরণকাজ তত্ত্বাবধান করছে।