logo
আপডেট : 2 October, 2018 11:03
সীমান্ত এলাকা থেকে স্থলবোমা অপসারণ শুরু দুই কোরিয়ার
মেইল রিপোর্ট

সীমান্ত এলাকা থেকে স্থলবোমা অপসারণ শুরু দুই কোরিয়ার

উত্তর কোরীয় সীমান্তবর্তী অসামরিক এলাকা

আন্তঃকোরীয় সামরিক চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে স্থলবোমা অপসারণের কাজ শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
 
দুই কোরিয়ার সৈন্যরা অসামরিক অঞ্চল(ডিএমজেট) এর যৌথ নিরাপত্তা এলাকা(জেএসএ) থেকে স্থলবোমা অপসরণের কাজ শুরু করেছে।
 
সামরিক চুক্তির আওতায় দু’পক্ষ জেএসএ-কে নিরস্ত্রীকরণ করতে সম্মত হয়েছে। সেপ্টেম্বর মাসে পিয়ংইয়ংয়ে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরীয় শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সময় এ চুক্তি হয়।

২০ দিন ধরে এই স্থলবোমা অপসরণ কর্মসূচি চলবে।

জেএসএ-কে নিরস্ত্রীকরণ করার পর সৈন্যরা সেখানে কিভাবে তাদের দায়িত্ব পালন করবে সে বিষয় দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড আলোচনা শুরু করবে। দুই কোরিয়া ও জাতিসংঘ কমান্ড এই অপসরণকাজ তত্ত্বাবধান করছে।