logo
আপডেট : 3 October, 2018 02:46
চিকিৎসায় নোবেল পেলেন মার্কিন ও জাপানি বিজ্ঞানী
মেইল রিপোর্ট

চিকিৎসায় নোবেল পেলেন মার্কিন ও জাপানি বিজ্ঞানী

জাপানের তাসুকু হোনজোর ও মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন। ফাইল ছবি

ক্যানসারের চিকিৎসা গবেষণায় বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের দুই বিজ্ঞানী।
 
নোবেলপ্রাপ্ত দুই বিজ্ঞানী হলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হোনজোর।

সোমবার চিকিৎসায় চলতি বছরের বিজয়ী হিসেবে দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেন সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউট।

আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এই নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন।

মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ একাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।