logo
আপডেট : 8 October, 2018 01:11
ইন্টারপোল প্রধানকে আটক নিশ্চিত করলো চীন
মেইল রিপোর্ট

ইন্টারপোল প্রধানকে আটক নিশ্চিত করলো চীন

ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) পরিচালক মেং হংওয়েইকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে চীন। 

রোববার (৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চীনের ন্যাশনাল সুপারভিশন কমিশন তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ সংস্থাটি দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে কাজ করে। 

এর আগে মেং এর নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

পরে শনিবার (৬ অক্টোবর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, তদন্ত সংশ্লিষ্ট কাজে জিজ্ঞাসাবাদের কারণে তাকে চীনে ‘আটক’ করা হয়েছে। 

এ প্রতিবেদন প্রকাশের আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল চীনকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানায়। 

বেইজিং বলছে, আইনভঙ্গের অভিযোগে দেশটির দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত করছে। 

৬৪ বছর বয়সী মেং চীনের নাগরিক হলেও তার স্ত্রী ফ্রান্সের লিওন শহরেই থাকেন। তিনি এ বিষয়ে পুলিশে রিপোর্ট দিয়ে বলেন, গত সেপ্টেম্বরের শেষ চীনে যাওয়ার পর থেকে মেং নিখোঁজ রয়েছেন। 

ইন্টারপোলের ৯৫ বছরের ইতিহাসে প্রথম কোনো চীনা নাগরিক হিসেবে পরিচালকের দায়িত্ব পালন করছেন মেং। ২০১৬ সালের নভেম্বরে চার বছর মেয়াদে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির রাজনীতিতে ৪৫ বছর ধরে জড়িত মেং বর্তমানে স্বদেশের জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।