logo
আপডেট : 11 October, 2018 02:32
ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা-যুক্তরাজ্য বিরোধ চরমে
মেইল রিপোর্ট

ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা-যুক্তরাজ্য বিরোধ চরমে

ফকল্যান্ড দ্বীপে যুক্তরাজ্যের সামরিক কুচকাওয়াজের প্রতিবাদ জানিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবাদ হিসেবে বুধবার বুয়েন্স আয়ার্সের ব্রিটিশ অ্যাম্বাসির সামনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে আর্জেন্টিনার জনগণ।

জানা গেছে, ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত যে সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে, তাতে মিসাইল উৎক্ষেপনসহ আরো নানা ধরনের যুদ্ধের মহড়া চালানোর চেষ্টা করছে যুক্তরাজ্য। আর্জেন্টিনা সেটা কোনো ভাবেই মেনে নেবে না।

আর্জেন্টিনার বাসিন্দারা বলছেন, অবৈধভাবে ভূখণ্ড দখল করে সেখানে যুক্তরাজ্যের সামরিক মহড়া মেনে নওয়া হবে না। দু'বছর আগেও আর্জেন্টিনার সতর্কতা উপেক্ষা করে নিজেদের মতো রুটিন মহড়া চালিয়েছে যুক্তরাজ্য।