logo
আপডেট : 12 October, 2018 02:12
পাকিস্তানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান
মেইল রিপোর্ট

পাকিস্তানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান

করাচি বন্দরে ইরানের যুদ্ধজাহাজ।

পাকিস্তানে তিনটি যুদ্ধজাহাজ নিয়ে একটি নৌবহর পাঠিয়েছে ইরান। বুধবার ইরানি যুদ্ধজাহাজ নেজা, খানজার এবং বুশেহর পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে।

ইরানের ৫৭তম এ নৌবহরকে পাকিস্তানের বন্দরে স্বাগত জানান দেশটির কয়েকজন সিনিয়র নৌ-কমান্ডার।

এ সময় করাচিতে নিযুক্ত ইরানি কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি এবং ইরানি কন্স্যুলেটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করাচি বন্দরে ইরানের ৫৭তম নৌবহরের কমান্ডার জানান, পাকিস্তানের সরকার ও জনগণের জন্য ইরানের পক্ষ থেকে তারা শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এ সফরে এসেছেন।

ইরানি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে বহরের ক্যাপ্টেন আমির হোসেইন আরানি বাহিনীর এ ধরনের সফর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার প্রথাগত চুক্তি বলে উল্লেখ করেন। এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য তুলে ধরা।