পাকিস্তানে তিনটি যুদ্ধজাহাজ নিয়ে একটি নৌবহর পাঠিয়েছে ইরান। বুধবার ইরানি যুদ্ধজাহাজ নেজা, খানজার এবং বুশেহর পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে।
ইরানের ৫৭তম এ নৌবহরকে পাকিস্তানের বন্দরে স্বাগত জানান দেশটির কয়েকজন সিনিয়র নৌ-কমান্ডার।
এ সময় করাচিতে নিযুক্ত ইরানি কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি এবং ইরানি কন্স্যুলেটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করাচি বন্দরে ইরানের ৫৭তম নৌবহরের কমান্ডার জানান, পাকিস্তানের সরকার ও জনগণের জন্য ইরানের পক্ষ থেকে তারা শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এ সফরে এসেছেন।
ইরানি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে বহরের ক্যাপ্টেন আমির হোসেইন আরানি বাহিনীর এ ধরনের সফর বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার প্রথাগত চুক্তি বলে উল্লেখ করেন। এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য তুলে ধরা।