logo
আপডেট : 13 October, 2018 01:57
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ফিলিস্তিন
স্পোর্টস ডেস্ক

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন ফিলিস্তিন

ফাইনাল খেলা ফাইনালের মতোই হয়েছে বলা যায়। নির্দিষ্ট সময়ে হয়নি কোনও গোল। এরপর অতিরিক্ত ৩০ মিনিট মিলে ১২০ মিনিটে খেলা গড়ালেও কোনও গোল পায়নি কোনও দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

৬ জাতির টুর্নামেন্টে তিন ভেন্যুতে ১২ দিনের বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮ এর মহাযজ্ঞ শেষ হলো আজ শুক্রবার তাজিকিস্তান আর ফিলিস্তিনের মধ্যকার জমজমাট এক ফাইনাল ম্যাচ দিয়ে।

এই ম্যাচে জয়টা ফিলিস্তিনের হলেও কৃতিত্ব দিতে হবে ১০ জনের দল নিয়ে খেলা তাজিকিস্তানকে। ম্যাচের ৩৪ মিনিটের সময় তাজিকিস্তান দলের অধিনায়ক ফাতখুল্লুক বিবাদ বাঁধান ফিলিস্তিনের মারাবাহকের সঙ্গে। তখনই ফাতখুল্লুককে লালা কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়।

এরপরও ১০ জনের দল নিয়েও দমে যায়নি তাজিকরা। একের পর এক পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দুই দল। 

শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলা গড়ালে ফিলিস্তিনের গোলকিপার শেষ দুই শট ঠেকিয়ে জয় এনে দেয় যুদ্ধবিদ্ধস্থ দেশটিকে।

ম্যাচ শেষে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।