logo
আপডেট : 23 October, 2018 10:21
গ্রিসের এথেন্সে কানাডার দূতাবাসে হামলা
মেইল রিপোর্ট

গ্রিসের এথেন্সে কানাডার দূতাবাসে হামলা

গ্রিসের এথেন্সে কানাডার দূতাবাসে হামলা চালিয়েছে একটি গ্রিক নৈরাজ্যবাদী দল। স্থানীয় সময় রোববার সকালে তারা এই হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে কানাডিয়ান গণমাধ্যম গ্লোবাল নিউজ।

রোউভিকোনাস নামে পরিচিত এই দল অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলে, গ্রিসে কানাডিয়ান কোম্পানি এলডোরাডো গোল্ড করপোরেশনের খনি পরিকল্পনায় সমর্থন দেয়ার জন্য দূতাবাসটিতে হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে গ্রিসের বিরোধী দল তাদেরকে উৎসাহিত করেছে।

বিবৃতিটির সঙ্গে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কালো কাপড় ও হেলমেট পরা ১২ জন মোটরসাইকেলযোগে এসে কানাডিয়ান দূতাবাসের জানালা ভাঙছে এবং রঙ ছুড়ছে।

বিবৃতিতে বলা হয়, এলদোরাদো গোল্ডের খনি পরিকল্পনা গ্রিসের বনভূমি ও জলাশয়গুলোর জন্য হুমকিস্বরূপ।

কানাডার ভ্যাঙ্কুভার ভিত্তিক কোম্পানি এলডোরাডো গোল্ড এই ঘটনার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা তাদের এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে গ্রিসের স্থানীয়দের কাছ থেকে নানা বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছে।

এই বিষয়ে কানাডা সরকারের কূটনৈতিক বিষয়ক বিভাগ ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।