logo
আপডেট : 24 October, 2018 01:01
ইসরাইলের কাছ থেকে দুই এলাকা ফিরিয়ে নেবে জর্ডান
মেইল রিপোর্ট

ইসরাইলের কাছ থেকে দুই এলাকা ফিরিয়ে নেবে জর্ডান

ইসরাইলের কাছ থেকে জর্ডানের দুটি এলাকা ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। 'আল-ঘুমার' ও 'আল-বাকুরা' এলাকা ফিরিয়ে নেয়ার ঘোষণার পরেই উদ্বেগে রয়েছে তেল আবিব। 

১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্ডানের ওই দুই এলাকা ব্যবহার করে আসছে।

এদিকে ইসরাইল ওই দুই এলাকা নিয়ে আলোচনার প্রস্তাব দিলে নাকচ করে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, সার্বভৌমত্ব নিয়ে তার দেশ কোনো ধরনের আলোচনায় যাবে না।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ওই দুই এলাকার বিষয়ে জর্ডানের সঙ্গে আলোচনা করবে।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডান। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'আল-ঘুমার' ও 'আল-বাকুরা' হচ্ছে জর্ডানের অবিচ্ছেদ্য অংশ। আইনি ও রাজনৈতিক ক্ষমতার ভিত্তিতে ওই দুই অঞ্চলকে ইসরাইলের কাছ থেকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

১৯৯৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জর্ডান ওই এলাকা ইসরাইলকে ব্যবহারের সুযোগ দিলেও এর মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল এরপরও ওই দুই এলাকা নিজের দখলে রাখতে চাইছে।

এদিকে ইসরাইলের কৃষিমন্ত্রী অ্যাভরি এরিল হুমকি দিয়ে বলেছেন, জর্ডান যদি আল-বাকুরা ও আল-ঘুমার এলাকাকে ফিরিয়ে নিতে চায় তাহলে দেশটির রাজধানী আম্মানের পানি বন্ধ করে দেয়া হবে।