মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনে কমপক্ষে ৪ ঘণ্টা টিভি দেখেন। কখনও কখনও এই পরিমাণ ৮ ঘণ্টায়ও পৌঁছায় বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।
জানা গেছে, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠেন ট্রাম্প। তখন সিএনএন দেখা শুরু করেন। এরপরই ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানটি দেখেন তিনি।
তার প্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি হলো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’। এছাড়া শন হানিটি, লরা ইনগ্রাহাম এবং জিনিন পিরোর প্রাইম-টাইম শোগুলো পছন্দ করেন ট্রাম্প। তার অপছন্দের তালিকায় রয়েছে সিএনএনের ডন লেমনের উপস্থাপনায় অনুষ্ঠান।
হোয়াইট হাউজের টেলিভিশন রিমোট ধরার অনুমতি রয়েছে কেবল ট্রাম্প ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সদস্যদের। এর বাইরে আর কাউকে রিমোট ধরতে দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প একাধিকবার জানিয়েছেন, ব্যস্ততার কারণে হোয়াইট হাউসে তিনি বেশিক্ষণ টেলিভিশন দেখতে পারেন না। এ সম্পর্কে তিনি বলেন, বিশ্বাস করুন আর নাই করুন, ওয়াশিংটন কিংবা নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে আমি বেশি টিভি দেখি না। কিন্তু যারা আমাকে ভালোভাবে চিনে না তারা বলে আমি বেশি টিভি দেখি।