ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসারের সংকল্পে অভিষিক্ত হলেন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ তথা জেবিবিএর নতুন কমিটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস পার্টি হলে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রবাসের সর্বস্তরে প্রতিনিধিত্বকারিরা ছিলেন। উত্তর আমেরিকায় বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ব্যবসায়ীগণের এই সংগঠনের ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন নবনির্বাচিত কর্মকর্তারা। বিশেষ করে অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদা সুরক্ষায় মূলধারার সাথে সম্পর্ক জোরদারের বিভিন্ন কৌশল অবলম্বনের কথাও বলা হয় এ সময়।
সমাবেশ শুরু হয় নির্বাচন কমিশনের অন্যতম সদস্য এবং জেবিবিএর পরিচালক মোহাম্মদ এম রহমানের সভাপতিত্বে। এ সময় জেবিবিএর প্রেক্ষাপট সবিস্তারে উপস্থাপন করেন নির্বাচন কমিশনার কাজী মন্টু। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার মহসিন ননীর সভাপতিত্ব করার কথা ছিল। তিনি অনুষ্ঠানে আসার পরই বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ জানার পরই সকলের কাছে দোয়া চেয়ে বাসায় ফেরেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ এম রহমান।
দু’বছরের জন্যে গঠিত এ কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি-আবুল ফজল দিদারুল ইসলাম (তিতাস সুপার মার্কেট), সাধারণ সম্পাদক-মো. কামরুজ্জামান কামরুল (খাবার বাড়ি), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-মনসুর এ চৌধুরী (হাটবাজার), ভাইস প্রেসিডেন্ট-মোশারফ হোসেন (রুপালী ট্র্যাভেল্্স) এবং মোহাম্মদ এ নমী (পিরাণ ফ্যাশন), সহ-সম্পাদক-মোহাম্মদ কাশেম (মাদানী ডিস্ট্রিবিউটর) এবং বিপ্লব সাহা (আপনাবাজার হালাল মীট), কোষাধ্যক্ষ-সেলিম হারুন (কর্ণফুলি ট্র্যাভেলস), সাংগঠনিক সম্পাদক-শাকিল মিয়া (গ্রাফিক্স ওয়ার্ল্ড), সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক-রাশেদ আহমেদ (ইমপ্রেস টেলিফিল্ম), প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাজ্জাদ হোসেন (ডিজাইন স্টুডিও এ্যান্ড প্রিন্টিং), দপ্তর সম্পাদক-মো. হোসেন বাদশা (এনওয়াই ডেলি এ্যান্ড গ্রোসারি)। ৭ জন নির্বাহী সদস্য হলেন : কামরুজ্জামান বাচ্চু(জননী ট্র্যাভেলস), সুবল দেবনাথ দেবনাথ ট্যাক্স সার্ভিস), শাহজাদা ইলিয়াস (প্রিন্স কাবার এ্যান্ড রেস্টুরেন্ট), নাজিরুল ইসলাম নাজু (মিনাবাজার), শাহ চিশতী (শাহ ইলেক্ট্রনিক্স), সনাতন শিল (সোনার বাংলা হেয়ার কাটিং) এবং মাসুদ রানা তপন (সানমান গ্লোবাল এক্সপ্রেস)।
শপথ গ্রহণকারি সকলের সাফল্য তথা জেবিবিএর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা বক্তব্য দেন জ্যাকসন হাইটস এলাকা থেকে অঙ্গরাজ্য সিনেটে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী জেসিকা র্যামোজ। এ সময় সকলে ৬ নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটদের বিপুুল বিজয় প্রদানের অঙ্গিকার করেন।
জেবিবিএকে একটি মডেল সংগঠনে পরিণত করতে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজের সংকল্প ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য ফাহাদ সোলায়মান, রুহুল আমিন সরকার এবং জে মোল্লাহ সানী, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. চৌধরী সরোয়ারুল হাসান, ডা. ইভান খান, কেশব সরকার, সিরাজুল হক কামাল, বাবু খান, এম কে রহমান মাহমুদ, সিপিএ সরোয়ার চৌধুরী এবং সামিউর রহমান।
নয়া সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল নিজ নিজ বক্তব্যে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন দায়িত্ব পালনকালে। তাহলেই জেবিবিএর ইমেজ মহিমান্বিত করা সহজ হবে এবং প্রকারান্তরে প্রবাসীরাও উপকৃত হবেন বলে তারা উভয়ে উল্লেখ করেন।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোশারফ হোসেন এবং রুহুল আমিন। গভীর রাতে ডিনার গ্রহনের সময় যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাশেদ আহমেদ এবং ফাহাদ সোলায়মান। নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব, শায়েরা রেজা, রোজী, চ্যানেল আই-এর ক্লোজআপ-ওয়ান তারকা শশী এবং সিমরান খান।