গাজা সীমান্তে শুক্রবার বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।
ইসরাইলি বাহিনীর এ বর্বরতার প্রতিবাদে শুক্রবার রাতে অন্তত ৩০টি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিফরা জানান, শুক্রবার বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি ছোড়ে ইসরাইলি বাহিনী। এতে ঘটনাস্থলেই ৫ ফিলিস্তিনি প্রাণ হারান। গুরুতর আহত হন ১৭০ জন।
এ বর্বরতার প্রতিবাদে শুক্রবার রাতে হামাস রকেট হামলা চালায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে। ইসরাইলের দাবি, এসব হামলা প্রতিহত করেছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।
এরপর শনিবার ভোর থেকে গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ৮০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরাইল।