হোয়াইট হাউসের সম্মতিতেই সৌদি আরব দেশটির রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করেছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বেন রড্জ।
সুইজারল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ওই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানেরও হাত রয়েছে বলে উল্লেখ করেন রড্জ।
তিনি বলেন, ট্রাম্পের মদদেই সৌদি যুবরাজ একজন বেপরোয়া শাসক। ক্ষমতা টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসনের মদদে হেন অপকর্ম নেই যা তিনি করছেন না।
সৌদি যুবরাজকে অপরাধ করার সুযোগ দেয়ায় রড্জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা জানান।
সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করে নিখোঁজ হন। দীর্ঘ ১৭ দিন খাশোগি সম্পর্কে মিথ্যাচার শেষে ১৯ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে ওই কনস্যুলেটের ভেতর খাশোগি নিহত হয়েছেন।