মার্কিন প্রতিরক্ষা প্রধান জেমস ম্যাটিস বলেছেন, দ্বন্দ্ব অনেক হয়েছে। সৌদি ও আমিরাতের সঙ্গে মিলে হুথি বিদ্রাহীদের সঙ্গে যুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র।
সৌদি জোটকে ইয়েমেনে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আমরা এখন শান্তির পথে এগোতে চাই। আমরা ভবিষ্যতে শান্তির পথ দেখতে চাই। ওয়াশিংটন শান্তির প্রতিষ্ঠান হতে চায়। পরবর্তী ৩০ দিনের মধ্যে শান্তির পথ দেখতে চাই।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি ও আমিরাতকে ইয়েমেনে বেসামরিক জনগণের ওপর বিমান হামলা বন্ধের আহ্বান জানান।
মাইক পম্পেও বলেন, যুদ্ধের সময় এখন বন্ধ হয়ে গেছে। খবর আলজাজিরা
তবে হুথি আন্দোলনের কর্মকর্তারা বহু আগে থেকেই বলে আসছেন, শান্তি আলোচনায় বসতে তারা প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তারা ইয়েমেনকে খণ্ডবিখণ্ড করার মার্কিন পরিকল্পনারও তীব্র বিরোধিতা করেছেন। যাহোক, বর্তমান অবস্থায় যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু হলে ইয়েমেনে মানবিক সংকটের অবসান ঘটবে বলে সবার প্রত্যাশা।