logo
আপডেট : 4 November, 2018 01:22
সাত ইসলামি দল নিয়ে নতুন জোট ঘোষণা
ঢাকা অফিস

সাত ইসলামি দল নিয়ে নতুন জোট ঘোষণা

সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে 'সম্মিলিত ইসলামি ঐক্যজোট' নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে। দলগুলোর মধ্যে একমাত্র নিবন্ধিত দল হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

অন্য দলগুলো হলো, বাংলাদেশ জনসেবা আন্দোলন, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ওলামা ফ্রন্ট ও লিবারেল পার্টি। 

এই জোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খাঁন ও মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান।

এই জোট নির্বাচনী জোট এবং আদর্শিক জোট উল্লেখ করে জোট টিকে থাকবে বলে জানান জোট নেতারা।

সম্মিলিত ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খাঁন জানান, দেশের ও জনগণের স্বার্থ রক্ষাই এই জোট গঠনের মূল উদ্দেশ্য।
ইসলামের ভাবধারায় কাজ করে যাব ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন যাতে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে আমরা সরকারকে পরামর্শ দেবো। সরকার যাতে ইসলামের বিরুদ্ধে কাজ না করে, সেজন্য আমরা সরকারকে অবহিত করবো।