logo
আপডেট : 5 November, 2018 02:38
নিউইয়র্কের কুইন্সে পার্কিং মিটার রেট বেড়েছে
মেইল রিপোর্ট

নিউইয়র্কের কুইন্সে পার্কিং মিটার রেট বেড়েছে

নিউইয়র্কে কুইন্সের কিছু ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গত বৃহস্পতিবার থেকে পার্কিং মিটার রেট বৃদ্ধি পেয়েছে। 

সেপ্টেম্বর থেকে ব্রুকলিনে এবং অক্টোবর থেকে ম্যানহাটানে পার্কিং রেট বৃদ্ধি করা হয়। কুইন্সে পার্কিং রেট বৃদ্ধি করা এলাকাগুলো হচ্ছে এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, সানিসাইড, উডসাইড, জ্যাকসন হাইটস, ফরেস্ট হিলস এবং রিজউড। এসব স্থানের মিটারে পার্কিং এলাকাগুলোতে পার্কিং রেট ঘন্টায় ১ ডলার থেকে বাড়িয়ে ১ ডলার ৫০ সেন্ট করা হয়েছে।

ফ্লাশিংয়ের বাণিজ্যিক এলাকায় এই রেট ১ ডলার থেকে বাড়িয়ে ২ ডলার করা হয়েছে। কমার্শিয়াল এলাকার বাইরে কুইন্সের অন্যান্য স্থানে পার্কিং রেট ১ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ ডলার ২৫ সেন্ট।

সিটি পরিবহণ বিভাগ গত আগস্টে পার্কিং রেট বৃদ্ধির এই ঘোষণা দেয়। 

সেই অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে ব্রুকলিনে এবং অক্টোবর থেকে ম্যানহাটানে পার্কিং রেট বৃদ্ধি পেয়েছে। পরিবহণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৩ সালের পর এবার আবার এই পার্কিং রেট বাড়ানো হলো।