logo
আপডেট : 6 November, 2018 02:55
পাকিস্তানের হাতে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডও
স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের হাতে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ডও

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ৪৭ রানের বড় জয় পেয়েছে গ্রিন আার্মিরা। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ডে পাকিস্তান দল এখন দ্বিতীয়। ৮ ম্যাচে টানা জয় পাওয়া সরফরাজ বাহিনীর সামনে এখন শুধু টানা ১১ ম্যাচে জয় পাওয়া আফগানিস্তান রয়েছে।

রোববার দুবাইয় আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তানের ব্যাটসম্যানরা। দলের হয়ে ৭৯ রানের ইনিংস খেলেন বাবর আজমের। এই ইনিংসে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে টি-টোয়েন্টির দ্রুততম হাজার রানের সংগ্রাহক হয়ে গেলেন এই ওপেনার। ডান-হাতি এই তরুণ ব্যাটসম্যান ছাড়াও এদিন মোহাম্মদ হাফিজ ৫৩ রান করে অপরাজিত থাকেন।

কিউই বোলারদের হয়ে কলিন ডি গ্র্যান্ডহোম দুটি উইকেট তুলে নেন। একটি উইকেট লাভ করেন লকি ফারগুসন।

ব্যাট করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডের টপ অর্ডারে ধস নামে। তবে দলের হাল ধরেন গ্লেন ফিলিপস ও অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ৯৬ রানে ৬০ রান করা উইলিয়ামসনের ফিরে যান। অন্যদিকে ২৬ রান করা ফিলিপসও মাঠ ছাড়েন। এর পর আশা যাওয়ার প্রতিযোগিতায় নামে কিউই ব্যাটসম্যানরা। ১৬.৫ ওভারে ১১৯ রানে অল আউট হয় নিউজিল্যান্ড।

ম্যাচ সেরা হন বাবর আজম। তিন ম্যাচে ১৩২ রান ও ১ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাফিজ।