আপডেট : 7 November, 2018 02:13
বাংলাদেশে বসে আবেদন করা যাবে ব্রিটিশ সেনাবাহিনীতে!
মেইল ডেস্ক
বাংলাদেশসহ ৫৩টি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা নিজ দেশে বসেই আবেদন করতে পারবেন ব্রিটিশ সেনাবাহিনীতে। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে।
ব্রিটেনের সেনাবাহিনীতে কমনওয়েলথের নাগরিকরা সবসময়ই যোগ দিতে পারেন। তবে শর্ত ছিল আবেদন করার আগে তাকে অন্তত পাঁচ বছর ব্রিটেনে বসবাস করতে হবে। এখন সেই শর্ত পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে।
ব্রিটিশ সৈন্যের ঘাটতি দিনে দিনে এতটাই বাড়ছে যে নিয়োগের রীতি শিথিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশসহ ৫৩টি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা জীবনে কখনো ব্রিটেনে বসবাস না করেও ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করতে পারবেন।