ইয়েমেনে হুদাইদাহ শহরে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ১৪৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও রয়েছেন।র্
দেশটির মেডিকেল সূত্র জানায়, সংঘর্ষে ১১০ হুথি বিদ্রাহী ও ৩২ সরকার বাহিনী নিহত হয়েছে। এদিকে সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে একটি সামরিক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে সৌদি সমর্থিত জোটের সঙ্গে সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে অভিযান শুরু করে। চলতি বছরের জুনে হুদাইদাহ দখলের জন্য নতুন করে অভিযান শুরু করে সৌদি জোট। এরপর থেকেই দু'পক্ষের লড়াই চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা।
জাতিসংঘ জানিয়েছে, প্রতি ১০ মিনিটে একজন শিশু প্রাণ হারাচ্ছে ইয়েমেনে। ইয়েমেন চরম মানবিক সঙ্কট চলছে। দেশটির অনেক মানুষ দুর্ভিক্ষতে মারা যাচ্ছে। বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্থ বেশি হচ্ছে।