আবারো স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সফর করলেন অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের আলোচিত গ্রন্থ ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ এর স্প্যানিশ সংস্করণ কাতালান ক্লাবটির হয়ে খেলা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতে তুলে দেয়া হয়।
বুধবার লা লিগা চ্যাম্পিয়নদের ঘরের মাঠ নু ক্যাম্পে মেসিদের অনুশীলনের সময় হাজির হন। এদিন জেরার্ড পিকে, এরিক আবিদাল, স্যামুয়েল উমতিতির মতো তারকারা ইউনূসের সঙ্গে দেখা করেন।
এ সময় দলটির ভাইস প্রেসিডেন্ট জর্ডি মাস্ত্রে ‘ইউনূস’ লেখা একটি জার্সিও উপহার দেন তাকে। এর পর মেসি-পিকেদের সঙ্গে ফটো সেশনেও অংশ নেন ড. ইউনূস।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস ২০০৬ সালে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো নোবেল জয় করেছিলেন।
এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে বার্সার আমন্ত্রণে ক্লাবটির স্টেডিয়াম ও জাদুঘর পরিদর্শন করেছিলেন ড. ইউনূস।