logo
আপডেট : 16 November, 2018 02:53
আফগানিস্তানে তালেবান হামলায় ৩০ পুলিশ নিহত
মেইল রিপোর্ট

আফগানিস্তানে তালেবান হামলায় ৩০ পুলিশ নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে তালেবানের হামলায় ৩০ পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার রাতভর এ হামলা চলেছে বলে বৃহস্পতিবার আফগান কর্মকর্তারা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানদের এটাই সবচেয়ে বড় হামলা।  তালেবান অবশ্য বুধবারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, তালেবানের আক্রমণের মাত্রা এতোটাই তীব্র ছিল এখনো পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা সম্ভব হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা ৪৫ বলে জানিয়েছেন কেউ কেউ

প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানি জানিয়েছেন, বুধবার গভীর রাতে ফারাহ জেলার খাকি সাফেদ জেলায় পুলিশের চৌকিতে হামলা হয়। চার ঘন্টারও বেশি সময় তালেবানদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়।

বার্তা সংস্থা এপিকে পার্লামেন্ট সদস্য সামিউল্লাহ সামিম জানিয়েছেন, তালেবানরা চৌকিতে নিয়োজিত জাতীয় ও স্থানীয় পুলিশ বাহিনীর ৩০ সদস্যের সবাইকে হত্যা করেছে। নিহতদের মধ্যে জেলা পুলিশ কমান্ডারও রয়েছে।

তিনি আরো জানান, এই হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে। এতে ১৭ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। তবে তালেবানরা বিপুল অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।