logo
আপডেট : 16 November, 2018 02:59
পদত্যাগ করলেন ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক রাব
মেইল রিপোর্ট

পদত্যাগ করলেন ব্রেক্সিট সেক্রেটারি ডমিনিক রাব

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে করা যুক্তরাজ্যের ব্রেক্সিট চুক্তির খসড়াকে নীতিগতভাবে সমর্থন করতে না পারায় পদত্যাগ করেছেন ব্রেক্সিট সেক্রেটারি ডোমিনিক রাব।

পদত্যাগপত্রে রাব জানান, নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য প্রস্তাবিত এই রেগুলেটরি যুক্তরাজ্যের অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ হওয়ায় এটা সমর্থন করতে পারছেন না তিনি। 

রাব বলেন, গত নির্বাচনের ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেগুলোর সঙ্গে এর শর্তগুলো মেলাতে পারছি না।

এর আগে, পাঁচ ঘণ্টার মিটিং বুধবার সন্ধ্যায় থেরেসা মে ইইউ-এর সঙ্গে করা যুক্তরাজ্যের ব্রেক্সিট চুক্তির পক্ষে তার মন্ত্রিসভার সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু কিছু মন্ত্রী এর বিপক্ষে কথা বলেন।

জানা গেছে, রাব মন্ত্রিসভার অন্য সদস্যদেরকেও পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করেন। এদিকে মে’র সঙ্গে একমত হতে পারছেন না বলে বৃহস্পতিবার পদত্যাগ করেন মিনিস্টার অব স্টেট ফর নর্দার্ন আয়ারল্যান্ড শাইলেস ভারা।

জানা গেছে, মে’র ব্রেক্সিট পরিকল্পনার প্রতিবাদ করায় ডেভিড ডেভিসকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় রাবকে। ব্রেক্সিট চুক্তির খসড়া প্রস্তুতের সঙ্গে শুরু থেকেই ঘনিষ্টভাবে জড়িত ছিলেন তিনি।