ইয়েমেনে গত ৩ বছরে অপুষ্টিতে ভোগে প্রায় ৮৫ হাজার শিশু মারা গেছে। এসব শিশুদের বয়স ৫ বছরের কম।
শীর্ষস্থানীয় একটি দাতব্য সংস্থার বরাতে জানা গেছে, ইয়েমেনে মারা যাওয়া শিশুদের এই সংখ্যাটি ইংল্যান্ডের বার্মিংহামের পাঁচ বছরের কম বয়সী শিশুদের সংখ্যার সমান।
জাতিসংঘ গত মাসে সতর্ক করেছিল যে, ইয়েমেনের এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে আছে।
গত ৩ বছর ধরে চলা ইয়েমেনের যুদ্ধ থামাতে চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ। কিন্তু এখনও সমাধান না হওয়ায় সেখানে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংঘাতের কারণে প্রতিদিন ধ্বংস হচ্ছে ইয়েমেন। দেশটির হুতি বিদ্রোহীরা ২০১৫ সালে প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করার পর দেশটিতে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী, এতে লড়াই আরও ছড়িয়ে পড়ে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত যুদ্ধে অন্তত ৬,৮০০ বেসামরিকের মৃত্যু হয়েছে এবং ১০,৭০০ জন আহত হয়েছেন।