logo
আপডেট : 23 November, 2018 01:37
ড্রোন শক্তিতে বিশ্বের শীর্ষ পাঁচে ইরান
মেইল রিপোর্ট

ড্রোন শক্তিতে বিশ্বের শীর্ষ পাঁচে ইরান

ইরানের একটি ড্রোন ঘাঁটি। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সামরিক সরঞ্জামের মধ্যে ড্রোনের ব্যবহার দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া বা চীনের মতো ক্ষমতাধর দেশগুলো দ্রুত ড্রোনের উন্নয়ন ঘটাচ্ছে। ড্রোন শক্তিতে বর্তমান বিশ্বে ইরান রয়েছে শীর্ষ পাঁচে।

বুধবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষপর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদেহ এ তথ্য জানিয়েছেন। 

ইরানি ড্রোন শক্তির বিষয়টি উল্লেখ জেনারেল হাজিজাদেহ বলেন, কিছুদিন আগে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল সেখানে ইরানি ড্রোন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়েছিল।

ইরান নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরি ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বহু ড্রোন দেশটির হাতে রয়েছে। বিভিন্ন সময়ে ওইসব ড্রোন ইরানি প্রতিরক্ষাবাহিনী আটক করেছে বলে জানান হাজিজাদেহ।

আটক করে রাখা ড্রোনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, যুক্তরাষ্ট্রে এমকিউ-১, এমকিউ-২, এমকিউ-৯, শ্যাডো, স্ক্যানঈগল এবং আরকিউ-১৭০।