logo
আপডেট : 23 November, 2018 02:32
আমিরাত যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে যুদ্ধাপরাধের মামলা
মেইল রিপোর্ট

আমিরাত যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে যুদ্ধাপরাধের মামলা

আরব আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ আল-নাহিয়ান। ছবি: সংগৃহীত

ইয়েমেনে সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগে আরব আমিরাতের যুবরাজের বিরুদ্ধে মুহাম্মাদ বিন যায়েদ আল-নাহিয়ানের ফ্রান্সে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে।

আমিরাত যুবরাজ বর্তমানে ফ্রান্স সফর করেছেন। তার সফরের মধ্যেই দেশটির মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর দ্য ডিফেন্স অব রাইটস অ্যান্ড ফ্রিডম বা এআইডিএল যুদ্ধাপরাধের এ মামলা দায়ের করেছে। খবর আইআরআইয়ের।

এআইডিএলের পক্ষের আইনজীবী জোসেফ ব্রেহাম বলেন, নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে তিনিও ইয়েমেন যুদ্ধের পুরো ঘটনার সঙ্গে জড়িত। এ যুদ্ধে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে অর্থাৎ ব্যাপক ও নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে তার দায় তিনি এড়াতে পারেন না।