আফগানিস্তানের পশ্চিমের ফারাহ প্রদেশে তালেবানের গুপ্ত হামলায় অন্তত ২২ পুলিশ নিহত হয়েছে। রোববার লাশ-ই জভিয়েন জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের মুখপাত্র মহিবুল্লাহ মোহেব তালেবান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছুই জানাননি।
প্রাদেশিক হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ২২টি মৃতদেহ আনা হয়েছে।
জানা গেছে, লাশ-ই জভিয়েন জেলায় ওঁত পেতে থাকা তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরের ওপর হামলা চালায়। ইরান সীমান্তবর্তী এই অঞ্চলের অধিকাংশ এলাকা তালেবানের দখলে আছে।
তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছেন, ২৫ পুলিশ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে এক জ্যেষ্ঠ কমান্ডারও রয়েছে। এছাড়া চারটি গাড়ি ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে।