যুক্তরাষ্ট্রের নির্দেশে গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব রেকর্ড পরিমাণ তেল উত্তোলন করে যাচ্ছে।
ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে যাতে তেলের দাম বেড়ে না যায় সে জন্য রিয়াদকে তেল উৎপাদন বাড়াতে চাপ দিয়ে যাচ্ছিল ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের চাপে মুখে এরই মধ্যে দৈনিক এক কোটি ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে সৌদি আরব।
চলতি মাসের গোড়ার দিকে এর পরিমাণ ছিল এক কোটি ৮ লাখ ব্যারেল। এ ছাড়া চলতি বছরের গোড়ার দিকে সৌদি আরব দৈনিক এক কোটি ব্যারেলের কম তেল উত্তোলন করত।
সৌদি আরবের এ অতিরিক্ত ৪ শতাংশ তেল উৎপাদনের ফলে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়ে ব্যারেলপ্রতি ৫৮.৪১ ডলারে দাঁড়ায়।
অথচ গত মাসের গোড়ার দিকে তেলের দাম ব্যারেলপ্রতি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ব্যারেলপ্রতি ৮৬.৭৪ ডলারে উঠেছিল। সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেল ৬০.৭১ ডলারে বিক্রি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই তার টুইটবার্তায় সৌদি আরবসহ অন্যান্য তেল উৎপাদনকারী দেশকে তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন।