logo
আপডেট : 3 December, 2018 23:35
ওপেকে থাকছে না কাতার
মেইল রিপোর্ট

ওপেকে থাকছে না কাতার

কাতারের জ্বালানিমন্ত্রী শাদ শেরিদা আল কাব্বি ঘোষণা দিয়েছেন, জানুয়ারি মাস থেকে অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে (ওপেক) থাকবে না কাতার।

সোমবার তিনি রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশের প্রাকৃতিক গ্যাস খাতে মনোযোগ দিয়ে নতুন পরিকল্পনা, উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে প্রতিবছর ৭৭ মিলিয়ন টন প্রাকৃতিক গ্যাস উৎপাদন হলেও আগামী বছরগুলোতে তা বাড়িয়ে ১১০ মিলিয়ন টন উৎপাদনের লক্ষ্যে কাজ করছি আমরা।’

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে প্রথম দেশ হিসেবে বেরিয়ে যাচ্ছে কাতার।

বিশ্বের ১৫টি তেল উৎপাদনকারী দেশের মধ্যে কাতারও একটি। বিশ্বের মোট তেল উৎপাদনের ৪০ শতাংশ উৎপাদন হয় ওপেকেভুক্ত দেশগুলোতে।