জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে কয়েক সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভে ভাংচুর, সংঘর্ষ ও সহিংসতা বন্ধে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করছে ফ্রান্স।
ফরাসি সরকারের মুখপাত্র বেঞ্জামিন গ্রিভাক্স এ তথ্য জানিয়েছেন।
বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক দাঙ্গা রুখতে এ পদক্ষেপের কথা ভাবছে ফ্রান্স।
সংকট সমাধানে আন্দোলনকারীদের আলোচনার টেবিলে বসারও আহ্বান জানিয়েছেন গ্রিভাক্স। খবর রয়টার্সের।
এক দশকেরও বেশি সময় পর সবচেয়ে বড় নাগরিক অসন্তোষ দেখা দিয়েছে ফ্রান্সে।
জ্বালানির মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ফ্রান্সজুড়ে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে।