logo
আপডেট : 4 December, 2018 01:42
বার্সার জয়, অ্যাথলেটিকোর হোচট
স্পোর্টস ডেস্ক

বার্সার জয়, অ্যাথলেটিকোর হোচট

লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সা। দলের জয়ে মেসি, কুতিনহো কিংবা ডেম্বেলেরা গোল করতে পারেননি। দলের হয়ে প্রথমে গোল করেন পিকে। এরপর এলেনা গোল করলে বার্সা সহজ জয় পায়। এ নিয়ে বার্সা লা লিগার টেবিলে শীর্ষে উঠে গেছে।

মেসি-ডেম্বেলে গোল করতে না পারলেও ম্যাচে দারুণ খেলেছেন তারা। বার্সার পাওয়া শেষ গোলটার কারিগর দলের অধিনায়ক লিওনেল মেসি। তার পাস ধরে গোল করেন এলিনা। ডেম্বেলে কোন গোল করতে না পারলেও ভিয়ারিয়াল শিবিরে কাঁপন ধরিয়েছেন তিনি। বার বার ঢুকে পড়েছেন প্রতিপক্ষের অর্ধে। বার্সার আক্রমণের বেশির ভাগই এসেছে তার পা থেকে। দল ছাড়ার গুঞ্জন চলা উসমান ডেম্বেলে জানান দিলেন, ছাড়ার আগে ভালো করে ভাবুন।

ওদিকে লিগের ম্যাচে জিরোনার বিপক্ষে পয়েন্ট হারিয়েছে অ্যাথলেটিকো মাদিদ্র। ডিয়াগো সিমিওনের শিষ্যরা ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে। অ্যাথলেটিকো যে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সেটাও ভাগ্য বলে। প্রথমে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। এরপর ম্যাচের ৮২ মিনিটে আত্মঘাতী গোল থেকে সমতায় ফেরে অ্যাথলেটিকো।

লা লিগায় এ নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের পয়েন্ট ২৮। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে সেভিয়া। অ্যাথলেটিকোর পয়েন্ট টেবিলে অবস্থান তিনে। সমান ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট শীর্ষে থাকা বার্সার চেয়ে মাত্র ৩ পয়েন্ট কম। 

এছাড়া লিগ টেবিলে আলাভেস ২৪ পয়েন্ট নিয়ে চারে জায়গা করে নিয়েছে। পাঁচে আছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ২৩। শীর্ষে থাকা বার্সার চেয়ে যা পাঁচ পয়েন্ট কম।