নারী শিক্ষায় ভূমিকা রাখায় নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে সম্মানিত করেছে বিশ্ববিখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় হার্ভার্ড।
হার্ভার্ডের কেনেডি স্কুল থেকে চলতি বছরের গ্লিটসম্যান পুরস্কার পাচ্ছেন তিনি।
২০১৪ সালে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা। সব শিশু যাতে স্কুলে যেতে পারেন, তা নিয়ে কাজ করার পুরস্কারস্বরূপ তিনি নোবেল পেয়েছিলেন।
তালেবানের প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এই পাকিস্তানি কিশোরী। পরে তিনি দাতব্য প্রতিষ্ঠান মালালা তহবিল গঠন করেন।
হার্ভার্ড কর্মকর্তারা বলেন, তার গল্প একটি প্রজন্মের ছেলেমেয়েদের তারই পথ ধরে চলতে অনুপ্রাণিত করেছে।
২১ বছর বয়সী মালালা ইউসুফজাই বর্তমানে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে কর্মতৎপরতার জন্য এক লাখ ২৫ হাজার ডলার অনুদান দেয় গ্লিটসম্যান অ্যাওয়ার্ড।