logo
আপডেট : 17 December, 2018 01:56
পদত্যাগের মিছিলে এবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
মেইল রিপোর্ট

পদত্যাগের মিছিলে এবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ বছরের শেষ দিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে তার পদ থেকে ইস্তফা দেবেন। ট্রাম্প প্রশাসন থেকে হাইপ্রোফাইল ব্যক্তিদের বেরিয়ে যাওয়ার মিছিলে জিনকে সবশেষ সংযোজন।  

এক টুইট বার্তায় তার অবদানের জন্য জিনকেকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেন, তিনি ‘তার মেয়াদে অনেক কিছু অর্জন’ করেছেন। ট্রাম্প আরও লিখেন, আগামী সপ্তাহে তিনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেবেন।

সাবেক একজন নেভি সিল ও মন্টানার সাবেক কংগ্রেসম্যান জিনেকের বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। পলিটিকোর খবরে বলা হয়েছে, মন্টানায় একটি জমির চুক্তি নিয়ে জিনকে এবং জ্বালানি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হালিবার্টনের চেয়ারম্যান বিতর্কের জন্ম দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রীয় জমি, যেমন ইয়োসেমাইট এবং ইয়োলোস্টোনের মতো ন্যাশনাল পার্কগুলোর দেখাশোনা করে।

মার্কিন পার্ক পুলিশের হেলিকপ্টার এবং ব্যক্তিগত জেটে করে ব্যয়বহুল ভ্রমণের জন্যও সমালোচনার মুখোমুখি হয়েছন।

এছাড়া নিজের দপ্তরের ব্যয়বহুল সংস্কারের জন্যও সমালোচিত হয়েছেন জিনকে। এক খবরে বলা হয়, তার অফিসের তিন সেট ডবল দরজার সংস্কারের জন্য প্রায় এক লাখ ৩৯ হাজার ডলার ব্যয় দেখিয়েছেন তিনি। পরে অবশ্য জিনকে বলেন, আলোচনার মাধ্যমে ওই মূল্য ৭৫ হাজার ডলারে নামিয়ে আনা হয়েছে।