বাম্পস্টক অস্ত্র নিষিদ্ধকরণে চূড়ান্ত আদেশ জারি করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মঙ্গলবার এই আদেশ জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাট হোয়াইটেকার এক বিবৃতিতে অস্ত্রটি নিষিদ্ধের আদেশ দেন। এই আদেশ নতুন একটি মাইলফলকের সূচনা করেছে বলে মনে করছে বিশ্লেষকরা।
বিবৃতিতে হোয়াইটেকার বলেন, আমরা বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, মেশিনগানের মতো অস্ত্র বাম্প স্টক অবৈধ। এটা সবার কাছ থেকে নিয়ে নেয়া হবে।
গত বছর এই অস্ত্র ব্যবহার করে লাস ভেগাসে বেপোরোয়া হত্যাকাণ্ড চালানো হয়। এরপরই অস্ত্রটি নিষিদ্ধ করার দাবি উঠে।
বাম্পস্টক মূলত এমন একটি অস্ত্র যা অনেকটা মেশিনগানের ভূমিকা পালন করে। এজন্য এটাকে বেশ ধ্বংসাত্মক হিসেবে বিবেচনা করা হয়।
এই অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। কিন্তু এখনও অনেক কাজ বাকি। এই আদেশ ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত হওয়ার ৯০ দিন পর থেকে কার্যকর হবে। এর মধ্যে বাম্প স্টক অস্ত্র ব্যবহারকারীদের তাদের অস্ত্র ফেরত দিতে বা নষ্ট করে ফেলতে বলা হয়েছে।