logo
আপডেট : 20 December, 2018 02:04
বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ
মেইল রিপোর্ট

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর পদত্যাগ

অভিবাসন ইস্যুতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। 

অভিবাসন নিয়ে বিতর্কে তার জোটের অন্যতম প্রধান শরীক দল জোট ছাড়ার কয়েকদিনের মধ্যেই তিনি এ পদত্যাগপত্র জমা দিলেন।

গত সপ্তাহে মরক্কোতে জাতিসংঘের অভিবাসন চুক্তিতে স্বাক্ষর করার প্রতিবাদে জোট ছাড়ে তার শরীক দল জাতীয়তাবাদী নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ)।

মিশেল তার সিদ্ধান্তের কথা বেলজিয়ামরে রাজা ফিলিপকে জানিয়েছেন। কিন্তু রাজা পদত্যাগ গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

৪২ বছর বয়সী ২০১৪ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ক্ষমতাগ্রহণকালে তার বয়স ছিল ৩৮। ১৮৪১ সালের পর তিনিই বেলজিয়ামের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।