logo
আপডেট : 20 December, 2018 11:39
জাতিসংঘে শরণার্থী চুক্তি পাস, যুক্তরাষ্ট্রের বিরোধিতা
মেইল রিপোর্ট

জাতিসংঘে শরণার্থী চুক্তি পাস, যুক্তরাষ্ট্রের বিরোধিতা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার শরণার্থী সহায়তায় বৈশ্বিক চুক্তি পাস হয়েছে।

যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরি এই প্রস্তাবের বিরোধিতা করলেও ১৮১ দেশ পক্ষে রায় দেয়। ভোট দেয়া থেকে বিরত ছিল তিনটি দেশ।

সাধারণ পরিষদের প্রধান মারিয়া ফারনেন্দো এসপিনোসা এদিন বলেন, ‘বিশ্বের আড়াই কোটি শরণার্থীদের জন্য আজ শুভদিন। যারা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন তাদের জন্যও শুভদিন।’

এক টুইটবার্তায় এ সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্দি বলেন, শরণার্থীদের দায়িত্ব পালনে এটাই তার দেখা সবচেয়ে বড় অগ্রগতি। নতুন এই চুক্তিটি ১৯৫১ সালের শরণার্থী কনভেশনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে।