তুরস্কে ৩৫০ কোটি ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রিতে অনুমতি পেয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সত্যায়নের ব্যাপারে কংগ্রেসকে বুধবার অবহিত করেছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলেছে, ৮০টি প্যাট্রিয়ট গাইডেন্স-ইনহ্যান্স মিসাইল ও ৬০টি অন্যান্য ক্ষেপণাস্ত্রসহ এ সংশ্লিষ্ট উপকরণ আঙ্কারার কাছে হস্তান্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে।
চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার এস-৪০০ ব্যবস্থা কেনা থেকে বিরত রাখতে তুরস্কের কাছে রেইথিওন কো-প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।
২০১৭ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পছন্দের আগে চীনাব্যবস্থার দিকে ঝুঁকেছিল তুরস্ক।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা তুরস্কের প্রতি বারবার হুশিয়ারি দিয়ে বলেছে, ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে রুশ সিস্টেমকে একীভূত করা যাবে না।
এস-৪০০ ব্যবস্থা তুরস্কের লকহিড মার্টিন কোরপস এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়কে ঝুঁকিতে ফেলে দেবে এবং ওয়াশিংটনের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নও রয়েছে।
মার্কিন কংগ্রেসকে বলা হয়েছে, একটি বিদেশি রাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। তবে চূড়ান্তভাবে চুক্তি সই হয়েছে কিনা, তা জানানো হয়নি।