একাদশ জাতীয় নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ র্যালি থেকে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছে যুক্তরাজ্য। একই সঙ্গে বাংলাদেশ থাকা ব্রিটিশ নাগরিকদের ফের সতর্ক করেছে দেশটি।
বুধবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ কার্যালয় এ সংক্রান্ত একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
সতর্কবার্তায় ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলা বলেছে, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার প্রচার-প্রচারণার মেয়াদ আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ে নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সভা-সমাবেশ ও র্যালির সঙ্গে বিস্তৃত পরিসরে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। তাই রাজনৈতিক সভা-সমাবেশ, র্যালিসহ বড় জনসমাগম স্থান সতর্কতার সাথে এড়িয়ে চলতে হবে।
এর আগে, গত ৪ ডিসেম্বর একই ধরনের সতর্কতা জারি করে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ কার্যালয়। যদিও দেশটি তাদের নাগরিকদের সুরক্ষায় এ ধরনের সতর্কবার্তা প্রায়ই দিয়ে থাকে।