দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বাৎসরিক সংবাদ সম্মেলনে খোদ পুতিনই এমন ইঙ্গিত দিয়েছেন।
৬৬ বছরের পুতিন বরাবরই নিজের পারিবারিক তথ্য প্রকাশে কঠোর গোপনীয়তা অবলম্বন করেন। এমনকি তার সন্তানদেরও প্রকাশ্যে খুব একটি দেখা যায় না।
সংবাদ সম্মেলনে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে পুতিন বলেন, ‘সম্মানিত ব্যক্তি হিসেবে কোনো এক সময় আমি এটা করব।’
১৯৮৩ সালে লিউদমিলা পুতিনাকে বিয়ে করেন পুতিন। ২০১৩ সালে তাদের দুজনের বিচ্ছেদের বিষয়টি জানানো হয়। তাদের দুজনের ক্যাটেরিনা ও মারিয়া নামে দুই কন্যা সন্তান রয়েছে। এদের দুজনের বয়স ৩০ ছুঁইছুঁই। দুজনই রাজনীতি থেকে দূরে থাকেন এবং তাদেরকে গণমাধ্যম থেকে দূরে রাখা হয়।
লিউদমিলার সঙ্গে বিচ্ছেদের পর খবর বের হয় প্রাক্তন অলিম্পিক জিমন্যাস্ট কাবাইভার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পুতিন। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরটিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন তিনি।
২০১৬ সালে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, পুতিনের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী এলিয়ানা কাবাইভার বোন ও দাদীর নামে সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছে।