সংঘাত কবলিত রাখাইনে আবারও ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
মিয়ানমার সেনাপ্রধানের অফিস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গা মুসলিমদের হামলার শিকার হওয়া চারজন বৌদ্ধের মধ্যে দুজনের মৃত্যু হওয়ার পর এ অভিযান চালানো হয়েছে।
খবরে দাবি করা হয়েছে, রাখাইনের মংডু টাউনশিপের পিউ মা ক্রিক এলাকায় গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। এই এলাকায়ই মিয়ানমার সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযানের পর সাত লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।
মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী আবারও তৎপরতা শুরু করেছে এবং ‘পিউ মা ক্রিক সংলগ্ন এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে।
সেখানে বলা হয়, রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী দুই ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পর আর ফিরে আসেনি, পরে তাদের গলাকাটা লাশ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। একই দিন একই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের দুই ব্যক্তির ওপর ছয়জন ‘সশস্ত্র বাংলাভাষী’ হামলা চালায়। ওই দুজন প্রাণে বাঁচলেও তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এরপরই মূলত অভিযান শুরু করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
তবে বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীদের পরিচয় জানে না কর্তৃপক্ষ।