logo
আপডেট : 23 December, 2018 00:25
মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ইরাক
মেইল রিপোর্ট

মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ইরাক

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক।

এর ফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরও তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।

নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার বিষয়ে ইরাক সরকার বেশ কিছুদিন ধরে দেশটির সঙ্গে আলোচনা করে আসছিল। এএফপি জানায়, এর আগে ইরাককে মাত্র ৪৫ দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র; যা এরইমধ্যে শেষ হয়েছে।

এখন বাড়তি সময় পাওয়ার ফলে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য না করেই ইরানকে পাওনা পরিশোধ করতে পারবে ইরাক।

গত ১১ ডিসেম্বর ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে গ্যাস ও বিদু্যুৎ আমদানি অব্যাহত রাখার জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে বাগদাদ একটি প্রতিনিধি দল পাঠাবে ওয়াশিংটনে।