দারুণ এক গ্যাঁড়াকলে পড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। উয়েফার ফেয়ার প্লে নিয়মের রোষানলে পড়ে নেইমার কিংবা কিলিয়েন এমবাপ্পেকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন দ্য পারিসিয়ানরা।
আসন্ন জানুয়ারিতে দলবদল মৌসুমেই দুই প্রাণভোমরার একজনকে ছাড়তে হচ্ছে তাদের।
গত বছরের মাঝামাঝিতে বিশ্বরেকর্ড ১৯৮ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বার্সেলোনা থেকে নেইমারকে এবং ১৬৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে মোনাকো থেকে এমবাপ্পেকে দলে ভেড়ায় পিএসজি। পরে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) জানায়, এতে তাদের ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম লঙ্ঘন করেছে ক্লাবটি।
বরাবরই তা অস্বীকার করে আসছে পিএসজি। চলতি মাসের শুরুতেও তা অস্বীকার করে ফরাসি দলটি। তবু রেহাই পাচ্ছেন না পারিসিয়ানরা।নিয়ম অমান্য করায় ১৫৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে তাদের। সব অর্থই জমা দিতে হবে উয়েফার তহবিলে এবং তা অপরিহার্য। কোনোভাবে তা ফাঁকি দেয়া চলবে না। সেই অর্থ পরিশোধেই নেইমার কিংবা এমবাপ্পেকে বিক্রি করতে হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।